Saturday, April 14, 2018

প্রতিদিন কলেজে যাওয়ার সময়
একটা মেয়ে আমাকে বলে, আপু ভালো আছেন, আপনার ভাই ভালো আছে??"

ভাবতে লাগলাম, এই মেয়ে আমার
আর আমার ভাইয়ের খবর নেই কেন নিশ্চয়ই কোন ঘাপলা আছে?? .........

আজ কোচিং এ যাওয়ার আগে দেখি হেতি দাঁড়ায় আছে .........ভাবলাম আজ কোচিং টা বাদ দিয়ে ওর পিছু নিবো দেখি কাহিনী কি??

একটুপর দেখি আমার ভাই বের হল আর ওরা রিকশা উঠলো......

দেখে তো আমি টাস্কি খাইলাম! আমিও অম্নেই রিকশায় উঠে পিছু করলাম...... দেখি হেতেরা মেলায়
নামলো ......।।

তৎক্ষণাৎ বাড়ীতে এসে আম্মারে কইলাম, আম্মা জানো তোমার পোলা প্রেম করে...।।

আম্মা: কি কস?? কে এই মেয়ে??
আমি: জানিনা......দেখো গিয়ে না জানি কত কিছু কিনে দিতাছে মাইয়্যাডারে

আম্মা: মেয়েটা দেখতে কেমন?? ভালো হইবো তো ... দেখতে সুন্দর তো?

আমি: ওরে বাবাহ পোলার প্রেমের কথা শুনে খুব খুশী... এই জায়গায় আমি হলে না জানি কত পিটানি দিতা?? চিন্তা নাই মাইয়্যা সেইরকম ছুন্দরি......।

আম্মা: যাক ভালোই হয়েছে......। তুই আবার প্রেম করস না তো?? সাবধান, না হলে জানে মাইরা ফালামু

আমি আম্মুর সাথে ঝগড়া করে চলে গেলাম.........

কি অবাক না?? ছেলেদের প্রতি মায়েরা একটু বেশী দুর্বল হয়ে যাই। করুক সবি মেনে নেই ...... প্রেম করলে করুক আম্মারা কিছুই বলে না......

আর মেয়েরা একটু ছেলের সাথে কথা বললেই আম্মারা বন্দী করে দেই আমাদের......।।

No comments:

Post a Comment